1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর ছয় আসনে জমেছে নির্বাচনী লড়াই ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল, উত্তোলন করেছিলেন ৫৭ জন

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১০:৪৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১০:৪৮:০১ অপরাহ্ন
রাজশাহীর ছয় আসনে জমেছে নির্বাচনী লড়াই ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল, উত্তোলন করেছিলেন ৫৭ জন প্রতিকি ছবি
 
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন প্রার্থী। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ৬ জন, রাজশাহী-২ (সদর) আসনে ৯ জন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ৭ জন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে ৪ জন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৮ জন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীফ উদ্দীন এবং জামায়াতে ইসলামীর থেকে মুজিবুর রহমান। রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টি থেকে সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুহাম্মদ ফজলুল করিম, এলডিপি থেকে ওয়াহেদুজ্জামান, বাংলাদেশ লেবার পাটি থেকে মেজবাউল ইসলাম, নাগরিক ঐক্য থেকে মোহাম্মদ সামছুল আলম, স্বতন্ত্র থেকে শাহাবুদ্দিন এবং সালেহ আহমেদ। রাজশাহী-৩ আসনে বিএনপি থেকে জমা দিয়েছেন এ্যাড. শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামী থেকে অধ্যাপক আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি থেকে আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ফজলুর রহমান, আমজনতার দল থেকে সাইদ পারভেজ, স্বতন্ত্র থেকে শাহাবুদ্দিন ও হাবিবা বেগম।
রাজশাহী-৪ আসনে বিএনপি থেকে ডিএমডি জিয়াউর রহমান, জামায়াতে ইসলামী থেকে আব্দুল বারী সরকার।
রাজশাহী-৫ আসনে বিএনপি থেকে অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী থেকে পুঠিয়া উপজেলার আমির মাওলানা মনজুর রহমান। রাজশাহী-৬ আসনে বিএনপি থেকে আবু সাইদ চাঁদ ও জামায়াতে ইসলামী থেকে নাজমুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ