রাজশাহীর পুঠিয়া উপজেলার দৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় চোরেরা দৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসের দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে। তারা অফিস থেকে দুটি ল্যাপটপ এবং একজন শিক্ষকের ড্রয়ারে রাখা নগদ ৬০০০ টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার সকাল ৯টার দিকে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি টের পান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফার বানু জানান, চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁর পরামর্শ অনুযায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বিদ্যালয়টি বেসরকারি থেকে সরকারি হলেও এখন পর্যন্ত কোনো নৈশপ্রহরী নিয়োগ না থাকায় নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, চুরির ঘটনাটি তিনি অবগত আছেন এবং যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য থানায় অভিযোগ করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বুধবার এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।