রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে চাঁদাবাজির অভিযোগে টিপু সুলতান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আড়ানী পৌর বাজারের পাশে এক কলেজ অধ্যাপকের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি ও মারপিটের ঘটনায় তাকে আটক করা হয়। আটক টিপু সুলতান আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আড়ানী পৌর বাজারের পাশে কলেজ অধ্যাপক শফিকুল ইসলাম একটি নতুন ভবন নির্মাণ করছেন। বৃহস্পতিবার বিকেলে টিপু সুলতান মোটরসাইকেল যোগে সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন। অধ্যাপক শফিকুল ইসলাম কাজ বন্ধের কারণ জানতে চাইলে, টিপু বিএনপির এক সিনিয়র নেতার নাম ব্যবহার করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অধ্যাপককে বেধড়ক মারধর শুরু করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ইসলাম। শোরগোল দেখে তিনি ঘটনাস্থলে থামেন এবং স্থানীয়দের মুখে বিস্তারিত শুনে টিপু সুলতানকে আটক করে থানায় নিয়ে যান।
এলাকাবাসীর জানান, টিপু সুলতান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সক্রিয় কর্মী ছিলেন এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতেন। তবে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভোল পাল্টে বিএনপির রাজনীতির সাথে মিশে যান। আড়ানী ইউনিয়ন বিএনপির কতিপয় নেতার সাথে তাকে ইদানীং চলাফেরা করতে দেখা গেছে।
তবে এ বিষয়ে আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক জানান, "বর্তমানে অনেকেই দল পরিবর্তন করছে। তবে টিপু নামের কাউকে আমি চিনি না এবং সে আমাদের দলের লোকজনের সাথে চলে কি-না তাও জানা নেই।"
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, "ঘটনাটি সত্য। টিপুকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"