1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত কমরেড আনছার আলীর স্বপ্ন পূরণে ওয়ার্কার্স পার্টি সবসময় কাজ করে যাবো: এমপি বাদশা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-০৮-২০২৩ ০৫:৫৫:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৮-২০২৩ ০৫:৫৮:৪৩ অপরাহ্ন
প্রয়াত কমরেড আনছার আলীর  স্বপ্ন পূরণে  ওয়ার্কার্স পার্টি  সবসময় কাজ করে যাবো: এমপি বাদশা
নিউজ ডেস্ক : প্রয়াত কমরেড আনছার আলী মোল্লার স্মরণে খুলনায় এক স্বরন সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার  (১০ আগষ্ট)  
​​​​​বিকালে খুলনার ফুলতলা উপজেলার আসাদ-রফিক গ্রন্থাগার চত্বরে প্রয়াত কমরেড আনছার আলী মোল্লার স্মরণে আয়োজিত শোকসভা অনুষ্ঠিত হয়।

তার রাজনৈতিক জীবনকে স্মরণ করতেই পার্টির খুলনা জেলা, মহানগর ও ফুলতলা উপজেলার যৌথ আয়োজনে এই স্মরণসভার আয়োজন করা হয়। আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, “প্রয়াত কমরেড আনছার আলী মোল্লা যে আদর্শ এবং স্বপ্ন নিয়ে পার্টি করতেন; তার সেই স্বপ্ন পূরণে আমরা সবসময় কাজ করে যাবো। তিনি ছিলেন আমাদের জন্য অনুপ্রেরণা। কমরেড আনছার আলী ত্যাগ ও ভালোবাসার মাধ্যমে ওয়ার্কার্স পার্টিকে যা দিয়ে গেছেন, পার্টির নেতাকর্মীরা তা আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। কমরেড আনছার আলী মোল্লার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে দলের সাধারণ সম্পাদক

ফজলে হোসেন বাদশা বলেন, আমি যখনই খুলনা, ফুলতা এসেছি- কমরেড আনছার আলী মোল্লার আতিথেওতা ও মহানুভবতা আমাকে অবাক করেছে! তিনি সবাইকে আপন করে নিতে পারতেন। ফুলতলার জনগণকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে এ অঞ্জলে পার্টির পতাকাকে উঁচিয়ে ধরেছিলেন, ওয়ার্কার্স পার্টি তা সবসময় স্মরণ করবে। বাদশা বলেন, “তার চলে যাওয়া প্রকৃত অর্থে চলে যাওয়া নয়। তিনি সবসময় লাল পতাকার সৈনিক হিসেবে আমাদের মাঝে জীবিত থাকবেন। পার্টিকে নিয়ে তার যে স্বপ্ন ছিল, সেটি পূরণে ফুলতলার জনগণ ও ওয়ার্কার্স পার্টি সবসময় কাজ করে যাবে। আনছান আলী মোল্লা ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। চলতি বছরের ৬ জুন তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ফুলতলা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মাস্টার সন্দীপন রায়ের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য দেন, পার্টির পলিটব্যুরোর সদস্য সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লা, কেন্দ্রীয় সদস্য দীপঙ্কর সাহা দিপু প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন ফুলতলা উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম কুমার কুণ্ডু।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ