1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ জেলা পর্যায়ে বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-০৮-২০২৩ ০৩:৩৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৩ ০৩:৩৯:৪৮ অপরাহ্ন
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ জেলা পর্যায়ে বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার, ২২ আগস্ট, সকাল ১১ টায় শিক্ষা মন্ত্রণালয় ও জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ জেলা পর্যায়ে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ। সভা সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জের সহকারী পরিদর্শক মাকসুূদা পারভীন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বীর স্বাধীন জাতি হিসেবে আমরা স্বয়ংসম্পূর্ণ। স্বাধীনতাকে উপলব্ধি করার জন্য শিক্ষার প্রয়োজন। যথাযথ শিক্ষা না থাকায় অতীতে অনেক জাতি তাদের স্বাধীনতাকে হারিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

সামাজিক অবক্ষয় রোধে মেধাবীদের গুরু দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যায় কাজকে কখনো আমরা প্রশ্রয় দেবনা। আমরা সর্বদা সত্যকে সত্য বলবো। আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। অনুষ্ঠানে সভাপতি জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ মেধাবীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কখনো মনে অহংকার পোষবে না। তোমরা প্রতিষ্ঠানের অহংকার হবে। তোমরা এমন কাজ করবে যাতে প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরা তোমাদের অনুসরণ এবং প্রতিযোগিতা করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ গনপতিরায়। অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ এবং জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হলো।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, শিক্ষা অফিস সিরাজগঞ্জের সহকারী পরিদর্শক মোঃ রবিউল হাসান, প্রমূখ, উল্লেখ্য ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ জেলা পর্যায়ে বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ ফলাফলে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কারিগরি অধ্যক্ষ প্রকৌশলী মো. আফজাল হোসেন , রায়গঞ্জ উপজেলা সলঙ্গা ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ কেএম আব্দুল মজিদ, উল্লাপাড়া উপজেলা এইচটি ইমাম গার্লস কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, শাহজাদপুর উপজেলা তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ পারভেজ আক্তার এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কারিগরি, কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর উপজেলার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, চৌহালী উপজেলার এনায়েতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজিপুর শামীম আরা, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কারিগরি ইনস্ট্রাটর ফার্ম মো. মাসুদুল করিম খান, কামারখন্দ উপজেলার, কামারখদ ফাজিল মাদ্রাসার সরকারি অধ্যাপক মোহাম্মদ আমিনুল করিম, কামারখন্দ উপজেলার চৌবাড়ী ডা. সালাম জাহানারা, কলেজের সহকারী অধ্যাপক শীলা প্রাং, , কামারখন্দ উপজেলার জামতৈল ধোপা কান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মোছা. শাহনাজ পারভীন, 

এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষার্থী, সিরাজগঞ্জ সদর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কারিগরি কলেজের একাদশ শ্রেণি ছাএী মোছা. বর্ষা খাতুন, বেলকুচি উপজেলা মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র মো. নূরুন্নবী সরকার, তাড়াশ উপজেলার তাড়াশ মহিলা ডিগ্রী কলেজেরএকাদশ শ্রেণির ছাত্রী মোছা. সাদিয়াতুল কুবরা, তাড়াশ উপজেলার তারাস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ শান্তা খাতুন, এবং শ্রেষ্ঠ স্কাউট লিডার, কামারখন্দ উপজেলার ইমাম আবু হানিফা ( রহঃ) পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো. জহুরুল ইসলাম, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক শাহজাদপুর উপজেলার শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপিকা রানী ঘোষ এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষক সিরাজগঞ্জ সরকারি কলেজের গ্রন্থগারিক মো. আবুল কাশেম আজাদ, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুবর্ণা লায়লা প্রমুখ। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের “খ ইউনিট” এর সিনিয়র রোভার মেট মো. নইমুল হাসানকে সন্মাননা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ