1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ মেলার শুভ উদ্বোধন

আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ০৬:১০:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ০৬:১০:২১ অপরাহ্ন
সিরাজগঞ্জে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ মেলার শুভ উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি: গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি শ্লোগান নিয়ে – সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় সন্মুখ হতে বর্ণাঢ্য র‍্যালী প্রদর্শন করে শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে মুক্তিসোপানে এসে মেলার শুভ উদ্বোধন করেন। মেলার উদ্বোধক ও সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান আলোচনা সভার বক্তব্যে বলেন, বর্তমান পরিবেশের এই সংকটকালীন সময়ে বৃক্ষ রোপণ এর বিকল্প কিছু নেই।

দেশকে একটি বাসযোগ্য পরিবেশের আওতায় আনতে বেশি বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করে এর সঠিক পরিচর্যা করতে হবে। একটি গাছ সন্তানের মত একটি পরিবারকে বাঁচিয়ে রাখে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপতি রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদরাফি, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার ,

যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কল্পনা ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধার সোরহাব আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, বীরমুক্তিযোদ্ধা গাজী আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান ফজলু, সিরাজগঞ্জ – পাবনা সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, ক্লিন সিরাজগঞ্জ ও গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা আশিক আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন, বৃক্ষ মেলা-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নুরুন্নবী খান জুয়েল। মেলায় আলোচনা সভা শেষে মেলা ৩৯ টি স্টল পরিদর্শন করেন এবং ডিসি গার্ডেনে বৃক্ষ রোপণ করেন উদ্বোধক, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময়ে অনুষ্ঠানে জেলা প্রশাসনও বনবিভাগের অন্যান্য কর্মকর্তা -কর্মচারী গণ, বিভিন্ন নার্সারি মালিকগণ, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ