1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক মারা গেছেন

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ০৪-০৯-২০২৩ ১২:০৫:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৩ ১২:০৫:৪৯ পূর্বাহ্ন
বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক মারা গেছেন জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিট স্ট্রিক তিনি ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন। ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা স্ট্রিক আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৫ সালে। টেস্টে তার উইকেট ২১৬টি, ওয়ানডেতে ২৩৯টি। ব্যাট হাতে টেস্টে ১৯৯০ রান করে স্ট্রিক
__________________________________________

নিউজ খেলাধুলা: দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে শেষ নিঃশাস ত্যাগ করলেন ৪৯ বছর বয়সী বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক । আজ রবিবার( ৩ সেপ্টম্বর ) সকালে তার সহধর্মিণী ফেসবুক পোষ্টে লেখেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এবং আমার চমৎকার সন্তানদের পিতাকে তার বাড়ি থেকে দেবদূতরা সঙ্গে নিয়ে গেছেন, যেখানে তিনি তার শেষটা পরিবার ও প্রিয়জনবেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন। তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।

তিনি জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ ছিলেন। খেলা ছাড়ার পর কোচিংয়ে আসা সাবেক এই অলরাউন্ডার পেস বোলিং ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পান। এ ছাড়া কোচিং ক্যারিয়ারে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, গুজরাট লায়নস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করেছেন স্ট্রিক। ৪৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এ কিংবদন্তি ক্রিকেটার।

কিছুদিন আগেও হিথ স্ট্রিকের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছিল। পরে জানা যায়, তিনি বেঁচে আছেন। কিন্তু এবার সবাই ছেরে সত্যি সত্যিই পরপারে পাড়ি দিলেন এই কিংবদন্তি খেলোয়ার । 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ