1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সুপার ফোরে টাইগারদের বিপক্ষে ৭ উইকেটে জয় পাকিস্তানের 

আন্তর্জাতিক ডেস্ক
আপলোড সময় : ০৭-০৯-২০২৩ ১২:৪৪:২০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৩ ১২:৪৪:২০ পূর্বাহ্ন
সুপার ফোরে টাইগারদের বিপক্ষে ৭ উইকেটে  জয় পাকিস্তানের  এশিয়া কাপের সুপার-৪ রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে দুরমুশ করে এবং ৭ উইকেটে সহজ জয়লাভ করে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে পাকিস্তানের সামনে বাংলাদেশ জয়ের জন্য ১৯৪ রানের টার্গেট দিয়েছিল।
খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে থাকা বাংলাদেশ দলের প্রথম ম্যাচেই হারলো টাইগাররা। আগে ব্যাট করতে নেমে ১৯৩ রানে অলআউট হয়ে যায় বিশ্বসেরা সাকিব আল হাসানের দল। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমাম উল হক ও রিজওয়ানের ফিফটিতে ৬৩ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় বাবর আজমের দল।

টাইগাররা মাত্র ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারায় । গত ম্যাচের মতো এবারও ইনিংস সূচনায় পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন তিনি। জ্বর সেরে দলে ফেরা লিটন কুমার দাস দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ১৬ রানের বেশি করতে পারেননি। চলতি টুর্নামেন্টে ব্যর্থতার ধারা আরেকটু লম্বা করে স্রেফ ২ রানে ফেরেন তাওহিদ হৃদয়। ভালো শুরু করেও ২০ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। শুরুর ধাক্কা সামলে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন সাকিব, মুশফিক। ক্যারিয়ারের ৫৪তম ফিফটিতে ৫৭ বলে ৫৩ রান করেন সাকিব আল হাসান। ৪৬তম পঞ্চাশের ইনিংসকে ৬৪ রান পর্যন্ত টেনে নেন মুশফিক। দু’জনই ক্যাচ আউট হন বড় শট খেলার চেষ্টায়। পঞ্চম উইকেট জুটিতে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান যোগ করেন ১০০ রান।

স্রেফ ৪৭ রানে শেষের ৬ উইকেট হারিয়ে দুইশর আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশকে অল্পেই আটকে রাখার মূল কারিগর হারিস রউফ। স্রেফ ১৯ রানে তিনি নেন ৪ উইকেট। আরেক পেসার নাসিম শাহ নেন ৩ উইকেট। ১৯৪ লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের দুই ওপেনার ৫ম ওভারে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এক পাশের ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। তবে ১৫ মিনিট পর আবারও খেলা শুরু হয়। পাওয়ারপ্লে’র শেষ ওভারে বাংলাদেশকে ব্রেুক থ্রু এনে দেন শরিফুল। বাঁহাতি এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে ফখরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি ২০ রান করা এই বাঁহাতি ব্যাটারের। অবশেষে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন বাবর আজমের দল।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ