1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের দলে যায়গা না পেয়ে অন্য দেশে চলে গেলেন যুজবেন্দ্র চহাল

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ০৯-০৯-২০২৩ ০১:৫৯:২২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৩ ০১:৫৯:২২ পূর্বাহ্ন
বিশ্বকাপের দলে যায়গা না পেয়ে অন্য দেশে চলে গেলেন যুজবেন্দ্র চহাল
নিউজ খেলাধুলা : ভারতের ডান হাতি লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে অন্য দেশে চলে গেলেন এই ক্রিকেটার। ভারতের এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে জায়গা পাননি যুজবেন্দ্র চহাল।

যায়গা না পেয়ে নিজের হতাশাও দেখিয়েছেন এই ডান হাতি স্পিনার। এ বার অন্য দেশে খেলতে চলে গেলেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি প্রতিযোগিতায় কেন্টের হয়ে খেলবেন চহাল। কাউন্টিতে কেন্টের আর তিনটি খেলা বাকি রয়েছে। নটিংহ্যামশায়ার, ল্যাঙ্কাশায়ার ও সমারসেটের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে। কাউন্টিতে এই প্রথম বার খেলবেন চহাল। তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। তার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। চহাল বলেন, ‘‘এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। ইংল্যান্ডের মাটিতে স্পিনারদের সফল হতে গেলে লড়াই করতে হয়। সেই লড়াই করার জন্য আমি তৈরি।’ ইউএস ওপেনে পেশির প্রদর্শন, হাতকাটা পোশাকে আলকারাজ়, টিয়াফোরা ভয় দেখাচ্ছেন প্রতিপক্ষকে। ভারতের বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে তিন জন বাঁ হাতি স্পিনার। রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব। কোনও ডান হাতি স্পিনারকে নেওয়া হয়নি।

দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই জাডেজা ও অক্ষরকে খেলানো হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর ও দলের অধিনায়ক রোহিত শর্মা। যদিও তাঁদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন হরভজন সিংহের মতো প্রাক্তন অফ স্পিনার। এর আগে এশিয়া কাপের দল ঘোষণার পর একটি টুইট করেছিলেন চহাল। তাতে ছিল একটি মেঘে ঢাকা সূর্যের ইমোজি এবং একটি সম্পূর্ণ সূর্যের ইমোজি। মাঝে একটি তির আঁকা ছিল। যার মাধ্যমে চহাল বোঝাতে চেয়েছিলেন, অন্ধকার থেকে আলোয় ফিরবেনই। অর্থাৎ, এশিয়া কাপের দলে জায়গা না হলেও আগামী দিনে আবার ভারতীয় দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু তার পরেও বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি । সূত্র আনন্দবাজার

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ