মসজিদের নির্মাণাধীন কাজকরার সময় মিলল ৪১ কেজি ওজনের কষ্টিপাথর
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  নিউজ ডেস্ক  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ১০-০৯-২০২৩ ১০:৪২:৫৫ পূর্বাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ১০-০৯-২০২৩ ১০:৪২:৫৫ পূর্বাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                 ছবি সংগৃহীত
                                 ছবি সংগৃহীত 
                             
                            
                            
                            
                                
নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়াতে মসজিদের নির্মাণাধীন কাজকরার সময় মিলল ৪১ কেজি ওজনের কষ্টিপাথর। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঝালগাঁও গ্রামে মসজিদের পিলারের গর্ত খোঁড়ার সময় কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। 
পুলিশ জানায়, বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঝালগাঁও গ্রামে উত্তর লক্ষ্মীপুর মুনাফ মিয়ার বাড়ির সামনে একটি জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। শুক্রবার বিকেলে নির্মাণাধীন মসজিদের একটি পিলারের গর্ত করার সময় একটি কালো রঙের কষ্টিপাথর দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করে। পাথরটি ওজন ৪১ কেজি ৫০০ গ্রাম। পাথরটির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
                            
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
 
 কমেন্ট বক্স