1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার 

নিউজ ডেস্ক
আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ১২:৪৮:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ১২:৪৮:৩৪ পূর্বাহ্ন
শেরপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার 
প্রেস ব্রিফিং: শেরপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা সাংবাদিকদের জানান গত ১৭ সেপ্টেম্বর রোববার শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে মির্জাপুর উত্তর পাড়া সামাজিক কবরস্থান (উত্তরপাড়া মসজিদ সংলগ্ন) থেকে ৪টি কঙ্কাল চুরি হয়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এরপর চুরির এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সালেহ্ আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানীর ঢাকার আদাবর ও মোহাম্মদপুরসহ শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কঙ্কাল চুরির ঘটনা তারা স্বীকার করেন এবং তারা ঢাকায় নিয়ে কঙ্কাল গুলো বিক্রি করে।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার ধলা চান্দের নগর গ্রামের মৃত হাবিবর মিয়ার ছেলে মো. আঃ রহিম (৫০) নকলা উপজেলার মেদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে সোহেল রানা (৩৫) নালিতাবাড়ী উপজেলার রাজনগর বরবন্দর গ্রামের মৃত রমজান আলীর ছেলে গোলাম রব্বানী (৪৫) পশ্চিম রাজনগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. বিল্লাল হোসেন (৩৮) নরসিংদী জেলার রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. সোহেল রানা (৩০) ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার পশ্চিম রাজদিয়া গ্রামের মৃত মনির হোসেন হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার (৩২)।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ