1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১০-২০২৩ ১০:৪২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৩ ১০:৪২:৫৪ অপরাহ্ন
রাবিতে শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে দুপুর তিনটায় প্রদর্শনী শুরু হয়।

  বিভাগের শিক্ষার্থীদের তৈরি ৩২টি শর্টফিল্ম প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে নৌকাডুবি, আটটা বাজে দেরি করিস না, প্রত্যাবর্তন , Live Your Life, Help Hack, Suffering, সাদাবেলা, বাঘবন্দী, Grandmaster, অন্ত্যেষ্টি সহ আরো ২২টি সিনেমা প্রদর্শিত হয়েছে।

প্রদর্শনীতে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার সহ অন্যান্য শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ৩২ ব্যাচের নবীন শিক্ষার্থী শাহ পরান জানান, বিভাগের সিনিয়রদের দ্বারা নির্মিত এ ধরণের ফিল্ম প্রদর্শনী আমাদের জন্য খুবই অনুপ্রেরণার। এমন কাজের ধারা অব্যাহত থাকলে আমরা অনেক কিছু শিখতে পারব। বিভাগের শিক্ষার্থী ও নির্মাতা মেহেদী হাসান নূর বলেন, এই প্রদর্শনীতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম দেখানো হয়। টানা দশ ঘন্টা বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সব মিলিয়ে উপভোগ্য সময় কেটেছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ