1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে বন্যায় ভেসে যাওয়া নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১০-২০২৩ ০৬:১৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৩ ০৬:২০:৫৪ অপরাহ্ন
গোদাগাড়ীতে বন্যায় ভেসে যাওয়া নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : গোদাগাড়ীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন অঞ্চল ও পুকুর দুদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয় । ভারী বৃষ্টির পানিতে ভেসে যাওয়া পুকুরের মাছ আটকাতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার হয়েছে ।

শনিবার (৭ অক্টোবর ) সকালে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এর আগের বৃহস্পতিবার পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ঐ জেলে। নিহত জেলের নাম মোকসেদ আলী (৫৫) । তিনি দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা দিনের বৃষ্টিতে গোদাগাড়ী উপজেলার খাল বিল ও কমলাপুর বিলের শত শত পুকুর ভেসে যেতে শুরু করে। কমলাপুর বিলে পুকুরের মাছ রক্ষার জন্য বৃহস্পতিবার ২৫ জন শ্রমিক দুর্গাপুর থেকে কমলাপুর বিলে গিয়েছিলেন। তারা প্লাবিত পুকুরগুলো থেকে অন্য পুকুরে মাছ তুলে আনার কাজ করছিলেন। এসময় উপজেলার চারটি ইউনিয়নের বৃষ্টির পানি প্রবল বেগে কমলাপুর বিলে নামতে থাকে।

পুকুরের মাছ ধরার কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিক ওই স্রোতে ভেসে যান। এসময় স্থানীয়রা পুলিশের জরুরি সেবার ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় এই ২৫ জন শ্রমিকের মধ্যে ২৪ জনকে উদ্ধার করে। নিখোঁজ ছিলেন একজন জেলে মোকসেদ আলী। স্থানীয়রা বলছে, কমলাপুর বিলে দুই থেকে আড়াই হাজার বিঘা জমিতে পুকুর ছিল। ভারী বর্ষণে সব পুকুর ভেসে গেছে। এই মাছ সারা বিলে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন বিভিন্ন এলাকার শত শত মানুষ এই বিলে মাছ ধরতে নামেন। তারা জাল দিয়ে সারা বিল ঘিরে ফেলেন। শুক্রবার রাতে মাছ ধরার জালে মোকসেদ আলীর মরদেহ আটকা পড়েছিল। দূরে যাতে ভেসে যেতে না পারে এ কারণে মরদেহ আটকে রেখেছিলেন মাছ ধরতে যাওয়া লোকজন। সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ আব্দুল বারী বলেন, নিহত মোকসেদ আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন এসেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিত ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ