1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ১০ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাই স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের বড় জয় ভারতের

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ০৯-১০-২০২৩ ১২:৫৩:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৩ ১২:৫৩:০৫ পূর্বাহ্ন
চেন্নাই স্টেডিয়ামে  অস্ট্রেলিয়ার বিপক্ষে  ৬ উইকেটের বড় জয় ভারতের

নিউজ খেলাধুলা: অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় এনেছে ভারত। কোহলির সেরা ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে ৩ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপ থেকে তুলে দলকে এনে দিয়েছেন ৬ উইকেটের বড় জয় । শুরুতে জীবন পাওয়া বিরাট কোহলি ১১৬ বলে ৮৫ রানের ইনিংসে দলকে নিয়ে গেছে বিজয়ের প্রান্তে , তার সাথে যুটি বেধে ম্যাচ শেষ করা আসা কেএল রাহুল করেন ১১৫ বলে ৯৭ রান।

চেন্নাই স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু নামের সঙ্গে সুবিচার করে খেলতে পারেনি তারা। শুরুতেই শূন্য করে ফিরে যান ওপেনার মিশেল মার্শ। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ৬৯ রানের জুটি গড়ে ওই ধাক্কা কিছুটা সামাল দেন। ওয়ার্নার ফিরে যান ৪১ রান করে। এরপর মার্নাস লাবুশানেকে নিয়ে শুরু করেন স্মিথ। দলের ১১০ রানে ভাঙে ওই জুটি। সাবেক অজি অধিনায়ক স্মিথ ফিরে যান ৪৬ রান করে। পরের ব্যাটাররা ওই ধাক্কা সামাল দিতে পারেননি। ২৭ রান করা লাবুশানে ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজার বলে আউট হন। এক বল পরেই শূন্য করে ফিরে যান উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। ১৪০ রানে গিয়ে আবার দুই উইকেট হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল (১৫) ও ক্যামেরুন গ্রিন (৮)। এরপর শেষ দিকে প্যাট কামিন্স ১৫ ও মিশেল স্টার্ক ২৮ রানের ইনিংস খেলে দলকে ১৯৯ রানের সংগ্রহ এনে দেন। তিন বল থাকতে অলআউট হয় অজিরা।

ভারতের রান ফোয়ারা ছোঁটা উইকেটে ওই রান স্বাগতিকরা পানির মতো পাড়ি দেবে এমনই মনে হয়েছিল। কিন্তু অজি পেসার জস হ্যাজলউড ও মিশেল স্টার্ক ২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন। একে একে শূন্য রান করে সাজঘরে ফিরে যান ভারতের টপ অর্ডারের রোহিত শর্মা, ইশান কিষাণ ও শ্রেয়াস আয়ার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া দলকে ওই বিপর্যয়ে ভরসা দেন তিনে নামা বিরাট কোহলি ও পাঁচে নামা কেএল রাহুল। তারা ১৬৫ রানের জুটি দিয়ে নিয়ে আসে ভারতের বড় জয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ