1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে হিরোইনসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-১০-২০২৩ ০১:২৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৩ ০১:২৩:৩৭ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে হিরোইনসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত উজ্জল হক (৩৩) মহিষালবাড়ী গ্রামের সেতাফুর রহমানের ছেলে। সোমবার ২৩ অক্টোবর বিকেল ৩:৫০ মিনিটের সময় মহিষালবাড়ী রেলবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায় সোমবার ২৩/১০/২০১৩ ০৮.১০ ঘটিকায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার- ফোর্সসহ ডিবি জ্যাকেট পরিহিত অবস্থায় সরকারী হায়েস মাইক্রোবাস যোগে গোদাগাড়ী থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে রওনা হয়ে একই তারিখ ০৯.০০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ী বাজারে পৌঁছে অবস্থানকালে একই তারিখ ১৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী গ্রামস্থ রেলবাজার ঘাটের জনৈক মোঃ মাহতাব (৪৩), পিতা-মোঃ আলতাব সাং-মাদারপুর থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এর সেলুনের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজেদের দখলে রেখে ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের বিষয়টি পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব আতিকুর রেজা সরকার তাৎক্ষনিক ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে একই তারিখ ১৫.৩৫ ঘটিকায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে একই তারিখ ১৫.৫০ ঘটিকায় উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছে সোর্সের দেয়া তথ্যের সাথে মিল থাকা দুইজন মাদক ব্যবসায়ী ব্যক্তিদ্বয়কে উল্লেখিত ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ী থামালে গাড়ী থেকে নেমে তাদের দিকে অগ্রসর হওয়া মাত্রই তারা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার- ফোর্সগণদের সহায়তায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং ধৃত আসামীর সহযোগী অপর একজন মাদক ব্যবসায়ী আসামী কৌশলে ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামীকে তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে সে সহ তার সহযোগী পলাতক আসামীর নাম- সুজন গ্রাম মহিষালবাড়ী বলে ঠিকানা প্রকাশ করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ১। মোঃ মাহতাব (৪৩ পিতা-মোঃ আলতাব, ২। মোঃ আলাউদ্দিন (৭২), পিতা-মৃত দাউদ আলী, উভয় সাং-মাদারপুর, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয় সহ উপস্থিত আরোও সাক্ষী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সামনে উল্লেখিত ঘটনাস্থলেই ধৃত আসামী মোঃ উজ্জ্বল হক (৩৩) এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান পার্শ্বের কোচের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য হেরোইন আসামী তার নিজের ডান হাত দ্বারা বের করে দেওয়া মতে উদ্ধার করে।

উদ্ধারকৃত হেরোইন ডিজিটাল ওয়েট মেশিন দ্বারা ওজন পরিমাপ করলে যার ওজন ২০ (বিশ) গ্রাম হয়, যার মূল্য অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হোরোইন এর জব্দ তালিকা ২৩/১০/২০২৩ ফ্রি তারিখ ১৬.৩০ ঘটিকায় বিধি মোতাবেক সাক্ষীদের মোকাবেলায় ঘটনাস্থলেই সাথে থাকা ক্লিপ বোর্ডের উপর জব্দতালিকা রেখে প্রস্তুত পূর্বক সাক্ষীদের পড়ে শুনিয়ে জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করে এবং প্রস্তুতকারী হিসাবে (আইউ) নিজেও জব্দ তালিকায় স্বাক্ষর করে। ধৃত আসামী মোঃ উজ্জল হক (৩৩) এর দখল হতে উদ্ধারকৃত ২০ (বিশ) গ্রাম হেরোইন মধ্য হতে রাসায়নিক পরীক্ষার জন্য ০.৩০ (শূন্য দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইন ও অবশিষ্ট ১৯.৭০ (উনিশ দশমিক সাত শূন্য) গ্রাম হেরোইন বিজ্ঞ আদালতে বিচার কার্যে প্রদর্শনের জন্য সংরক্ষণ করে। উল্লেখিত ধৃত ও পলাতক আসামীদ্বয় পরস্পর তারা যোগসাজসে অবৈধ মাদকদ্রব হেরোইন ক্রেতাগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনীর ৮(খ)/৪১ ধারায় শান্তি যোগ্য অপরাধ করেছে। আরোও উদ্ধার অভিযান পরিচালনা শেষে ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ থানায় এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়। ধৃত আসামীকে গোদাগাড়ী থানা হেফাজতে সোপর্দ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ