1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমতলী খেতুরীধামের মহোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপারের ব্রিফিং

আপলোড সময় : ০২-১১-২০২৩ ০১:৩৮:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৩ ০১:০৩:৩৫ পূর্বাহ্ন
প্রেমতলী খেতুরীধামের মহোৎসব  উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপারের ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে নরোত্তম দাসের তীরোভব তিথি মহোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিং করেছেন পুলিশ সুপার জনাব সাইফুর রহমান ।

বুধবার ১নভেম্বর বেলা ১১ টার সময় গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গবাড়ী শ্রী পাট খেতুরিধামে মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভব তিথি ঐতিহ্যবাহী মহা উৎসবে তিনি ব্রিফিং করেন । এসময় পুলিশ সুপার ঐতিহ্যবাহী খেতুরধামে উৎসবস্থল পরিদর্শন, উৎসবের নিরাপত্তায় মোতায়েনকৃত অফিসার-ফোর্সের ডিউটি তদারকি ও উৎসব কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাত , এবং এই উৎসবকে ঘিরে বিভিন্ন প্রকার দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উৎসব বুধবার ১নভেম্বর থেকে আগামী ৩ সেপ্টেম্বর চলবে । নরোত্তম দাসের তীরোভাব তিথি মহাউৎসবে ভক্তরা এসে দিনরাত কীর্তন, প্রার্থনা, প্রসাদগ্রহণ ও পূজা করার মধ্য দিয়ে তিনদিন অতিবাহিত করবে এই উৎসব।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী, গোদাগাড়ী-তানোরের সার্কেল এএসপি জনাব সোহেল রানা, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন , প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল বারি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর নেতৃবৃন্দসহ গোদাগাড়ী মডেল থানা ও প্রেমতলী তদন্ত কেন্দ্রের কর্মরত কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ঠাকুর নরোত্তম দাসের তিথি মহোৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগমে ভরপুর হয়ে গৌরাঙ্গবাড়ী মন্দিরের চারপাশ যা এক মিলন মেলায় পরিনত হয়। নরোত্তম ঠাকুরের জন্ম ১৫৩১ খ্রিস্টাব্দে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পদ্মাতীরস্থ গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৬১১ খ্রিস্টাব্দে প্রেমতলী খেতুরধামে মৃত্যুবরণ করেন। তার পিতা জমিদার কৃষ্ণনন্দ দাস মজুমদার ও মাতা নারায়নী রানী। নরোত্তম ঠাকুর ধনী পিতার একমাত্র সসন্তান হওয়া সত্ত্বেও ধনৈশ্বর্যলিপ্সা তার জীবনে কিছুমাত্র প্রভাব ফেলতে পারেনি।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ