1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী সদর আসনে জাপার প্রার্থী হচ্ছেন শাহিন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-১১-২০২৩ ১২:৩৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৩ ১২:৩৬:৫৪ অপরাহ্ন
রাজশাহী সদর আসনে জাপার প্রার্থী হচ্ছেন  শাহিন
রাজশাহী:  আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম তুলেছেন মহানগর যুগ্ন আহ্বায়ক মোঃ শাহিনুল ইসলাম শাহিন।

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি। ঘোষণার পর পরই সরকারি দলের পাশাপাশি বেশ কয়েকটি দল নির্বাচনে অংশ গ্রহণ করতে তাদের নমিনেশন ফরম বিতরণ শুরু করেন। রাজশাহী সদর ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম তুলেছেন মহানগর যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুল ইসলাম শাহিন। দলের সিদ্ধান্ত অনুযায়ী ৩০০ আসনে প্রার্থী দিলে রাজশাহী সদর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী হবার আশা ব্যাক্ত করে মনোনয়ন ফরম তুলেছেন দলের এই তরুন নেতা।

আর জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে জোট হয়ে নির্নাচনে অংশগ্রহণ করে তাহলে জোটের সিদ্ধান্ত মেনেই নির্বাচনের মাঠে কাজ করবেন। সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী দেওয়া হয়েছিলো। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা এবার ও জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জোটের শরীক না হয়ে নিজ প্রতীক নিয়ে নির্বাচন করবে, এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি হবে সংসদে বিরোধী দল। নির্বাচনে প্রার্থী হবার বিষয়ে "দৈনিক উত্তরবঙ্গ" এর প্রতিবেদক'কে দেয়া এক সাক্ষাৎকারে শাহিনুল ইসলাম শাহিন বলেন, দলের সিদ্ধান্তে মনোনয়ন ফরম তুলেছি দল যে সিদ্ধান্ত দিবে সেই মোতাবেক কাজ করবো, আমি তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত আশা করছি দল আমার বিষয়ে গুরুত্ব সহকারে দেখবেন।”

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ