1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে প্রথমবারের মতো ফায়ার ফাইটারে যোগ দিলেন নারী সদস্য

নিউজ ডেস্ক
আপলোড সময় : ২৭-১১-২০২৩ ০২:০১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৩ ০২:০১:৩৭ অপরাহ্ন
দেশে প্রথমবারের মতো ফায়ার ফাইটারে যোগ দিলেন নারী সদস্য

নিউজ ডেস্ক: দেশে ফায়ার সর্ভিসের ইতিহাসে প্রথমবারের মতো যোগ দিয়েছেন ১৫ নারী ফায়ার ফাইটার। সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাদের স্বাগত জানান।

নিয়োগপ্রাপ্তরা হলেন: মোছা. মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, মোছা. মাইমুনা আক্তার, রিমা খাতুন, মিস মেহেরুন্নেছা মিম, মোছা. আরজুমান আক্তার, মিশু আক্তার, ঝর্না রানী পাল, মোছা. কাকুলী খাতুন, ইসরাত জাহান, মোছাম্মৎ নাজমুন নাহার, মোসা. ইয়াসমীন খাতুন, মোছা. রুজিনা আকতার ও প্রিয়াংকা হালদার।

এর আগে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নারী ফায়ার ফাইটাররা। পরে তাদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে পাঠানো হয়। জানা গেছে, ২ হাজার ৭০৭ জনকে পেছনে ফেলে নির্বাচিত হন ১৫ জন। নারীরাও যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারেন সেই দৃষ্টান্ত স্থাপনের জন্যই এমন পেশা বেছে নিয়েছেন এসব নারী।

প্রথমবারের মতো নারীদের এ পেশায় আসার বিষয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম জানান, লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী, সম্প্রতি ‘ফায়ারম্যান’ পদের নাম পরিবর্তন করে ‘ফায়ার ফাইটার’ নামকরণ করা হয়েছে। এতে নারী-পুরুষ উভয়ের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়। ফায়ার ফাইটার হিসেবে নারীদের অংশগ্রহণ এবং কাজের সুযোগ বৃদ্ধির জন্য পরবর্তীকালে বিভাগীয় পর্যায়ে নারী ফায়ার ফাইটার নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। সূত্র সময় সংবাদ।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ