আপলোড সময় : ২৫-১২-২০২৩ ০৮:৪৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৩ ০৮:৪৪:০২ অপরাহ্ন

রাজশাহীতে মাস্টার ক্রিকেট কার্নিভাল (MCC) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান



নিউজ ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে মাস্টার ক্রিকেট কার্নিভাল (MCC) এর উদ্যোগে মাসব্যাপী (১২) টি ক্লাবের অংশ গ্রহণে ফাইনাল পর্বে ২৫/১২/২০২৩ খ্রি. ১৪:০০ ঘটিকায় রাজশাহী ফাইটার ক্লাব বনাম রাজশাহী ঈগল ক্লাব টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় রাজশাহী ফাইটার ক্লাবকে পরাজিত করে রাজশাহী ঈগল ক্লাব বিজয়ী হয়।


আজ বিকাল ১৭:০০ ঘটিকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এইচ এম খাইরুজ্জামান লিটন, মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ পুলিশের মান্যবর ডিআইজি জনাব আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার); জনাব বিপ্লব বিজয় তালুকদার, মাননীয় পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী; জনাব কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার, বিজিবি রাজশাহী; জনাব খালেদ মাসুদ পাইলট (টুর্নামেন্টের সমন্বয়ক) ও সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এছাড়াও ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক ক্রিকেটারগণসহ আরো অনেকে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708