আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৬:১৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৬:১৯:২২ অপরাহ্ন

রাজশাহীতে সারজিস

ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হাসিনাকে ফেরত চাইলেন সারজিস



ভারতের কাছে স্বৈরাচার হাসিনাকে ফেরত চেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ভারতের প্রতি তিনি এ আহবান জানান।
 
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৬৩ টি শহীদ পরিবারের মধ্যে ৪৬ টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। প্রতিটি শহীদ পরিবারকে পাঁচলাখ টাকা করে সহায়তা দেয়া হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও রাজশাহী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দসহ ৪৬ টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে সারজিস আলম বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে।
 
তিনি বলেন, শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে।
গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে।
 
সারজিস বলেন, শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন কবর থেকে তুলতে হবে? আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না।
 
গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে প্রধান উপদেষ্টা ড. ইউনুসকেউ ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সারজিস আলম। বলেন, আমরা দালাল নয়। ক্ষমতা পিপাসু নয়। এই জুলাই গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করছি ইভেন প্রফেসর ড. ইউনুসও যদি হয় তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। 
ভারতের প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এই বাংলাদেশের মানুষ জনগণ তার বিচার করবেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708