আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০৭:৪৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০৭:৪৯:৪১ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ র‌্যাব হাতে আটক


 সিরাজগঞ্জ প্রতিনিধি:
হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে আদালত।
 
মঙ্গলবার দুপুরে তাড়াশ আমলি আদালতের বিচারক গোলাম ফারুখ রুমি এই আদেশ দেন।
 
এর আগে সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকার পদ্মা ডায়গনস্টিক সেন্টার থেকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি টিম। পরে র‌্যাব-১২ মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। তাড়াশ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
 
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদি হয়ে অধ্যাপক আব্দুল আজিজসহ আওয়ামীলীগ নেতা-কর্মিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।

দৈনিক সোনালী রাজশাহী / কাইয়ুম মাহমুদ 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708