আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৬:০৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৬:৫৩:০৩ অপরাহ্ন

বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন


 
রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করছে প্রেমিকা জুলেখা আক্তার রুলি (৩০)। মঙ্গলবার প্রেমিকা রুলি তার প্রেমিক পুঠিয়া ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের ঘরে গিয়ে উঠে। 
 
এদিকে রুবেলের প্রেমিকা তার ঘরে ওঠার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে রুবেল। পুঠিয়ার কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
প্রেমিকা রুলির জানায়, তার দু'টি সন্তান রয়েছে। এ অবস্থায় প্রতিবেশি স্থানীয় আওয়ামী নেতা ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের সাথে চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই থেকে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর মত তাকে ব্যবহার করছে সে। কিন্তু সম্প্রতি বিয়ের জন্য রুলি রুবেলকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। তাই সে তিনদিন ধরে বিয়ের দাবিতে রুবেলের ঘরে অবস্থান করছে। 
 
প্রেমিক রুবেলের ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তবে তার মা মমতা বেগম ছেলের সাথে রুলির সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেন। তাদের বিয়েতে তার সম্মতি রয়েছে বলেও জানান তিনি। 
 
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যাই। তখন তার প্রেমিকা রুনিকে ঘরে অবস্থান করতে দেখেছি। রুনির সাথে রুবেলের সম্পর্ক রয়েছে বলে জানতে পারি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708