চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফলাফল প্রকাশিত হয়।
এবার ফলাফলের দিক থেকে সবার ওপরে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। বোর্ডটিতে মোট পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮০ হাজার ৩২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৬৪ জন এবং ছাত্রী সংখ্যা ৮৬ হাজার ৫৭ জন। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন এবং ফেল করেছে ৪০ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী।
এ বছর ফলাফল প্রকাশে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়
। প্রসঙ্গত, ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়।
এবার ফলাফলের দিক থেকে সবার ওপরে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। বোর্ডটিতে মোট পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮০ হাজার ৩২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৬৪ জন এবং ছাত্রী সংখ্যা ৮৬ হাজার ৫৭ জন। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন এবং ফেল করেছে ৪০ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী।
এ বছর ফলাফল প্রকাশে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়
। প্রসঙ্গত, ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়।