আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৫:২৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৫:২৩:১০ অপরাহ্ন

এবার গোদাগাড়ীতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের ৫০০ বৃক্ষ উপহার



পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে এবার রাজশাহীর গোদাগাড়ীতে মাদরাসা শিক্ষার্থীসহ স্থানীয়দের ৫০০টি বৃক্ষ উপহার দিয়েছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। সোমবার (১৪ জুলাই) উপজেলার মহিশালবাড়িতে শাহ সুলতান (রহঃ) কামিল মাদরাসা শিক্ষার্থীদের এসব বৃক্ষ উপহার দেয় সংগঠনটি। এ সময় মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়।
 
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এতে বিশেষ অতিথি ছিলেন শাহ সুলতান কামিল মাদরাসার অধ্যক্ষ হায়াত আলী, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির, আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি আনোয়ারুল করিম ও সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম। এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সদস্য মাসুদ পারভেজ ও আবু সাঈদসহ মাদরাসাটির শিক্ষকরা উপস্থিত ছিলেন। এদিন মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণকে কাঁঠাল, জাম, আমলকি, জলপাই, লেবু, মেহগনি, জারুল, বহরা, কড়ই, নীম ও ছাতিমসহ বিভিন্ন প্রজাতির ৫০০টি গাছ উপহার প্রদান ও রোপণ করা হয়।
 
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক বলেন, ‘আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য, ভাল কাজ করার জন্য। গাছ লাগানো ও গাছ উপহার দেওয়া শ্রেষ্ঠ একটি ইবাদত ও গুরুত্বপূর্ণ ভাল কাজ। কেননা গাছ মানুষ ও মানবতার পরম বন্ধু। বাংলাদেশের মানুষের এত বেশি অসুখ হওয়ার পেছনে একটি কারণ হচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে। গাছ আমাদের অক্সিজেন দেয়। যেটি ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স ইতোমধ্যে শুরু করেছে। এ সংগঠনকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দুনিয়ার কল্যাণ ও মৃত্যুর পরও সওয়াব পেতে হলে আমাদের সবাইকে বৃক্ষরোপণ করতে হবে।’
 
তরুণদের এ ধরণের কার্যক্রমকে বেগবান করার জন্য বিত্তবানদের সহযোগিতার আহবান জানিয়ে ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির বলেন, ‘একটি দেশে কমপক্ষে ২৫ শতাংশ বনায়ন থাকতে হয়, যেটি বাংলাদেশে আছে মাত্র ১৭ শতাংশ। তাই বাচার জন্য আমাদের ব্যক্তিদেরও উদ্যোগ নিতে হবে।’ পৃথিবীকে বাসযোগ্য করে অক্সিজেনসমৃদ্ধ বিশ্ব গড়তে সবাইকে নিজ নিজ বাসা ও অফিসে বৃক্ষরোপণের প্রতি জোরালো আহবান জানান শিক্ষক নেতা আনোয়ারুল করিম।
 
কর্মসূচিতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, বৃক্ষনিধন ও বনায়ন কমে যাওয়ার কারণে ডে বাই ডে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। সেজন্য অধিক বৃক্ষরোপণ করতে হবে। যেটা আমরা শুরু করেছি। এটা শুধুমাত্র দুনিয়ার বেঁচে থাকার জন্যই নয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা সাদকায়ে জারিয়া, ইবাদত। তাই সবার বৃক্ষরোপণ করা উচিত।’
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708