আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:২৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:২৪:১৬ অপরাহ্ন

গ্রিনলিফ আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত, কিংবদন্তি জাদু শিল্পী জুয়েল আইচ ও বরেণ্য শিল্পী দিলারা জামা





২২ আগস্ট ২০২৫, শুক্রবার বিকেল ৫ টায়, ৫ তারকা হোটেল রেডিসন ব্লুর উৎসব হলে বাংলাদেশ গ্রিনলিফ কালচারাল ফোরাম (বিজিসিএফ)-এর উদ্যোগে গ্রিনলিফ প্রকাশনা ৮তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অভিনেতা, লেখক, চলচ্চিত্রকার আবুল হায়াত, কিংবদন্তি জাদু শিল্পী জুয়েল আইচ, বরেণ্য শিল্পী দিলারা জামানসহ ও বাংলাদেশের বিভিন্ন সেক্টরের বিশেষ করে, ব্যাবসায়িক, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক সেক্টরের বিশেষ অবদান রাখা ৩০ জনকে এই সম্মাননা তুলে দেবেন গ্রিণলিফ জুড়ি বোর্ড।


এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন গুণীজনরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্রিনলিফ ম্যাগাজিন-এর উপদেষ্টা, দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক এবং বিজিসিএফ'র ভারপ্রাপ্ত সভাপতি বহুমুখী শিল্প প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান পিভিএমএস।

উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ফজলুল হক মিলন (সাবেক এমপি) আহবায়ক, গাজীপুর জেলা বিএনপি, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি, স্বপন চৌধুরী, চেয়ারম্যান, অন্তর শোবিজ, সাবেক অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহীদ হারুন, অতিরিক্ত পুলিশ কমিশনার অপেল মাহমুদসহ অন্যান্য গুণীজন।

স্বাগত বক্তব্য রাখবেন, গ্রিনলিফ ম্যাগাজিন-এর সম্পাদক তসলিম হাসান হৃদয়, ক্যাপ্টেন সাঈদুল ইসলাম সাইদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন, গ্রিনলিফ উপদেষ্টা আবু চৌধুরী, মিডিয়া ব্যাক্তিত্ব, আরিফ আমান ভুইয়া।

আয়োজকরা জানান, নানারকমের ব্যাতিক্রমী সেগমেন্ট দিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708