আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১১:২৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১১:২৭:০০ অপরাহ্ন

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার দুপুর ১২টার পর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সজীব খান প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের নিচতলায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় এবং হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা ছিল।

তবে সকাল থেকে কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করা যায়নি। পরে দুপুর সোয়া ১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার হলে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, শিক্ষার্থীরা ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. সেতাউর রহমান বলেন, “শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র তুলছেন। এখন পর্যন্ত দুইজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708