নেত্রকোণার কেন্দুয়ায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণকারী ফায়ার ফাইটার কেন্দুয়ার শামীম আহমেদ রুকেল ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে এ মর্যাদা দেয়া হয় তাঁকে । পরে চির সমাহিত করা হয় পারিবারিক কবর স্থানে ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় লোকজন ।
উল্লেখ্য গতকাল (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শামীম । এর আগে গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হোন তিনি ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে এ মর্যাদা দেয়া হয় তাঁকে । পরে চির সমাহিত করা হয় পারিবারিক কবর স্থানে ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় লোকজন ।
উল্লেখ্য গতকাল (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শামীম । এর আগে গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হোন তিনি ।