আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ১০:৫৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ১১:৫৬:১১ অপরাহ্ন

রাজশাহীর পুঠিয়ায়

খুটিপাড়াকে হারিয়ে তাতারপুর উপশাখার জয় লাভ




পুঠিয়া ৪ নং হাটশিবপুর চাষী ক্লাব খেলার মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বানেশ্বর আদর্শ থানা শাখা কর্তৃক আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে তাতারপুর উপশাখা ট্রাইব্রেকারে খুটিপাড়া উপশাখাকে পরাজিত করে বিজয়ী হয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ০-০ গোলে ড্র হলেও, ট্রাইব্রেকারে তাতারপুর উপশাখা ৮-০ গোলে জয় ছিনিয়ে নেয়।
​রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার হাটশিবপুর চাষী ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় এবং মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
​প্রধান অতিথির বক্তব্য: খেলাধুলা তরুণদের সঠিক পথে পরিচালিত করে
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিনহাজুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ৩ নং বানেশ্বর ইউনিয়ন পরিষদ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী।
 
​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিনহাজুল ইসলাম বলেন, "খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রশিবিরের এই আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।"
​অন্যান্য অতিথিবৃন্দ
 
​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পূর্বের সেক্রেটারী আব্দুর রব।
​বিশেষ অতিথি ছিলেন ৩ নং বানেশ্বর ইউনিয়নের আমীর মু. হাসানুজ্জামান।
 
​এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের বানেশ্বর আদর্শ থানা শাখার সভাপতি মু. আশরাফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৩ নং বানেশ্বর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মু. হাসান আল মামুন এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
​ফুটবল ম্যাচ শেষে বিজয়ী তাতারপুর উপশাখার খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708