আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৫:২০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৫:২০:৫৪ অপরাহ্ন

চারঘাটে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু



রাজশাহীর চারঘাটে সাপের দংশনে মো. নাজমুল হক (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
চারঘাট উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. সুফেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহত নাজমুল হক জামায়াতে ইসলামীর সদস্য (রুকন), ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ, চারঘাট উপজেলার সভাপতি ছিলেন। এছাড়া তিনি জাফর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
 
এদিকে নাজমুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ড. মু. ওবায়দুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক মিনহাজুল ইসলাম, সহ-সেক্রেটারি অধ্যাপক মো. আনোয়ারুল করীম, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা সভাপতি মো. আব্দুল আজিজ ও সেক্রেটারি মো. শেরে আলম।
 
এক যৌথ বিবৃতিতে তারা নাজমুল হকের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708