বাগেরহাট শহরে সন্ত্রাসী হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাগেরহাট পৌর বিএনপির সদস্য হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় হামলার শিকার হন তিনি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হায়াত উদ্দিনকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের চেষ্টার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতের অকাল মৃত্যুতে বাগেরহাটের সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের চেতনা পত্রিকায় স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করছিলেন। তাঁর দুই কন্যাসন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান সাংবাদিকদের জানান, “সন্ত্রাসী হামলায় সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। তবে এখনও নিশ্চিতভাবে বলা যায়নি, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হায়াত উদ্দিনকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের চেষ্টার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতের অকাল মৃত্যুতে বাগেরহাটের সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের চেতনা পত্রিকায় স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করছিলেন। তাঁর দুই কন্যাসন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান সাংবাদিকদের জানান, “সন্ত্রাসী হামলায় সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। তবে এখনও নিশ্চিতভাবে বলা যায়নি, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”