আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:৫১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১১:০০:২৯ অপরাহ্ন

পুঠিয়ায় নারী এনজিও কর্মীকে কূ-প্রস্তাব দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন


 
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত তুলে তাকে স্বপদে পুনর্বহাল ও এক নারী কর্মীর শ্লীলতাহানি এবং কু-প্রস্তাব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের কর্মীরা।
 
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুঠিয়া উপজেলার ডিএফইডি ব্রাঞ্চ অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় শাখা ব্যবস্থাপকসহ কর্মীরা লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করে বলেন, রাজশাহী জোন-২ এর পুঠিয়া ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে ব্রাঞ্চ পুঠিয়া অফিসের নারী কর্মীকে কু-প্রস্তাব ও প্রমোশনের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের চাপ দিয়ে আসছিলেন।
 
অভিযোগকারী নারী কর্মী জানান, একদিন দুপুরে অফিসে একা অবস্থায় তিনি ম্যানেজারের শ্লীলতাহানির শিকার হন। ওই সময় ফিল্ড থেকে আরেক কর্মী ফয়সাল মাহমুদ অফিসে প্রবেশ করলে ম্যানেজার দ্রুত রুমে চলে যান। ঘটনার পর তিনি সহকর্মীদের বিষয়টি জানান এবং ব্রাঞ্চ ম্যানেজারকে অবগত করেন। পরে ম্যানেজার অফিসে এসে এরিয়া ম্যানেজারকে ফোনে বিষয়টি জানালে উল্টো ফয়সাল মাহমুদকে বদলি করে দেওয়া হয়।
 
কর্মীরা আরও জানান, ঘটনার পরদিন ৪ সেপ্টেম্বর এরিয়া ম্যানেজার তাদের ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং পরদিন (৫ সেপ্টেম্বর) কোনো তদন্ত ছাড়াই ব্রাঞ্চ ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পর থেকে অফিস কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে কর্মীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত ও সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ বারবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না; বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্ত এরিয়া ম্যানেজারকে সাভার অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে করে ন্যায়বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে।
 
কর্মীরা দ্রুত ন্যায়সংগত তদন্ত, অফিসের কার্যক্রম পুনরায় চালু ও বরখাস্তকৃত ম্যানেজারকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।
 
এ বিষয়ে জানতে চাইলে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর রাজশাহীর ডিজিএম বলেন, তারা বিষয়টি হেড অফিসে জানিয়ে সুষ্ঠু সমাধানের অপেক্ষায় রয়েছেন। 
 
 
 
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708