আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:৫৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:৫৩:৪৩ অপরাহ্ন

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উদযাপন


"পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া" এ প্রতিপাদ্যে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০২৫ ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (এনডিসি) খোন্দকার আজিম আহমেদ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জরে ডিআইজি, পিএইচডি , পিপিএম (বার)মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার।

এছাড়াও এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান"

আলোচনা সভায় নগর সংকট মোকাবেলায় রাজশাহীর জন্য করনীয়, পরিকল্পিত উন্নয়ন, নগর শাসন ও অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708