আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৩:০২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৩:০২:১৪ অপরাহ্ন

ছাত্রশিবিরের কর্মী,সাথী ও সমর্থকের সংখ্যা জানালেন কেন্দ্রীয় সভাপতি


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে সংগঠনটির মোট জনশক্তি প্রায় ৫ লাখ এবং সমর্থক সংখ্যা প্রায় ৫০ লাখের কাছাকাছি। তাঁর দাবি, শিবিরের কার্যক্রম এখন শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ নয়, বরং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজসহ দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন। সেখানে সংগঠনটির কাঠামো, কর্মপদ্ধতি এবং আদর্শিক অবস্থান নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো ধাপে ধাপে সাজানো। প্রথমে কেউ সমর্থক হিসেবে যুক্ত হন, এরপর কর্মী, তারপর সাথী এবং সর্বশেষ সদস্য পদে উন্নীত হওয়ার সুযোগ পান। প্রতিটি ধাপে নির্দিষ্ট সিলেবাস, প্রশিক্ষণ ও নীতিমালা অনুসরণ করতে হয়। বর্তমানে সারা দেশে সদস্য সংখ্যা প্রায় সাত হাজার এবং কর্মী-সাথীসহ মোট জনশক্তি ৫ লাখেরও বেশি।তিনি আরও জানান, সংগঠনটির প্রতি সহানুভূতিশীল বা সমর্থনকারী মানুষের সংখ্যা প্রায় ৫০ লাখ। এর মধ্যে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগোষ্ঠীর সম্পৃক্ততা কিছুটা বেশি হলেও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রশিবিরের কার্যক্রম দৃশ্যমান। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোয় তাদের সাংগঠনিক কার্যক্রম তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দাওয়াতি প্রক্রিয়া প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি বলেন, সংগঠনটি প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলে। সরাসরি কোনো দলীয় আহ্বান না জানিয়ে বন্ধুত্বপূর্ণ ও আস্থাভিত্তিক যোগাযোগের মাধ্যমেই তাদের কাছে ইসলামের মূল্যবোধ ও সংগঠনের আদর্শ তুলে ধরা হয়। ধীরে ধীরে এই প্রক্রিয়ার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে ইসলামী চেতনা ছড়িয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন, ছাত্রশিবিরের ১৯৭৭ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির মূল কাঠামো ও কার্যপদ্ধতি অপরিবর্তিত রয়েছে। নিয়ম, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধই সংগঠনটির মূল শক্তি বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708