আপলোড সময় : ২১-১০-২০২৫ ১০:১৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ১০:১৪:৪০ অপরাহ্ন

পুঠিয়ায় জিডি

বাড়ির গেটে ময়লা ফেলা ও প্রতিবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি:




পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
​বাড়ির গেটে সামনে ময়লা ফেলা নিয়ে প্রতিবাদ করায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক মিজানুর রহমানকে হত্যার হুমকি ও তার পরিবারের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
​স্থানীয় ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংবাদিক মিজানের বাড়ির গেটের সামনে ময়লা ফেলতেন প্রতিবেশী আফরোজা খাতুন (৪৫) ও তার স্বামী মোঃ বেলাল হোসেন। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নিষেধ করায় গত ২০ অক্টোবর (সোমবার) আফরোজা খাতুন লাঠি হাতে সাংবাদিক মিজানের পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
​জানা গেছে, এর আগেও সাংবাদিক মিজানের বাসার জানালার সামনে পাঁঠা দিয়ে ব্যবসার প্রতিবাদ করায় আফরোজা খাতুনের দুই ছেলে বাইরে থেকে এসে সাংবাদিক মিজানকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
​সর্বশেষ, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে সাংবাদিক মিজান প্রতিবেশী আফরোজা খাতুনের স্বামী মোঃ বেলাল হোসেনকে সকল সমস্যার বিষয়ে অবগত করতে গেলে, উল্টো বেলাল হোসেন পেয়ারা কাটার ছুরি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
​এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আফরোজা খাতুন ও বেলাল হোসেন কোনো বক্তব্য দিতে রাজি হননি। তারা বলেন, "এ বিষয়ে আমরা কোনো বক্তব্য দিতে পারবো না। যে অভিযোগ দিয়েছে সে-ই বক্তব্য দিবে।" মঙ্গলবারের সকালের ঘটনা সম্পর্কে বারবার জিজ্ঞেস করার পরেও তারা বিষয়টি এড়িয়ে যান এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
​ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বলেন, "দীর্ঘদিন ধরে এই মহিলা (আফরোজা খাতুন) পুরো গ্রামবাসীকে জিম্মি করে রেখেছেন। অশ্লীল ভাষায় কথা বলে কোনো প্রতিবাদ করলেই মামলার ভয় দেখান। আমার একটাই দাবি, এই মহিলার সুষ্ঠু একটি বিচার হোক।"
​এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, "সাংবাদিক মিজান সাহেব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708