আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৪:০৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৭:০৭:৩৭ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

গণঅভ্যুত্থানের নেতা থেকে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক: কে এই ইমরান ইমন?


শাহ্ সোহানুর রহমান:
বাংলাদেশের প্রেক্ষাপটে একটি পরিচিত নাম মো: ইমরান আলী (Imran Emon)। ২০১৪ সালের আলোচিত শিক্ষায় ভ্যাট বিরোধী আন্দোলন (No VAT on Education)-এর অন্যতম সংগঠক হিসেবে যিনি পাদপ্রদীপে এসেছিলেন। পরবর্তীতে তিনি দেশের বুদ্ধিবৃত্তিক ও সংস্কারবাদী রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি-তে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এবং জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
 
​🏛️ রাজনৈতিক ও সাংগঠনিক জীবন
​ইমরান ইমন দেশের অন্যতম বুদ্ধিবৃত্তিক সংগঠন রাষ্ট্রচিন্তা'র একজন উল্লেখযোগ্য সদস্য ছিলেন এবং ২০২১ সাল থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই দলের প্রতিনিধি হিসেবে তিনি গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্যও ছিলেন।
​ভ্যাট বিরোধী আন্দোলন: ২০১৪ সালে শিক্ষায় ভ্যাট বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে তিনি পরিচিতি পান।
 
​সংস্কারের রাজনীতি: ২০১৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে "আসুন পরিবর্তনের রাজনীতি করি" আহবান করে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন, যা পরবর্তীতে রাষ্ট্রচিন্তা এবং সবশেষে রাষ্ট্র সংস্কার আন্দোলন-এ রূপ নেয়।
 
​গণআন্দোলনে ভূমিকা: কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সুন্দরবন রক্ষা আন্দোলন, গাইবান্ধার আদিবাসীদের ভূমি উদ্ধার আন্দোলন সহ তৎকালীন প্রায় সকল আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
​যুব সংগঠক: ২০১৮ সালে তিনি যুব অধিকার পরিষদ-এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
 
​জুলাই গণঅভ্যুত্থান: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের পক্ষের কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্বদান এবং তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি-তে কেন্দ্রীয় সংগঠকের গুরুত্ত্বপূর্ণ দায়িত্ব পান।
 
​ হামলা ও বাধা
​ক্ষমতাসীন সরকার ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলমান আন্দোলনে ইমরান ইমন বারবার হামলা ও বাধার সম্মুখীন হয়েছেন।
​গুরুত্বর আহত: ২০২২ সালে সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের পর আহতদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দের সাথে তিনিও স্থানীয় ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন।
 
​পুলিশি হামলা: ২০২৩ সালের ২৬ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চের সমাবেশে এবং ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের হামলায় তিনি আহত হন।
 
​গণঅভ্যুত্থানের সময়: জুলাই গণঅভ্যুত্থানে পল্টন এলাকায় পুলিশের সাউন্ড গ্রেনেড, লাটিচার্জ ও শেলের মধ্যে গুলিতে তিনি আহত হন।
 
​সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে জনমত তৈরিতে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নিজস্ব ভাবনা ও তথ্য তুলে ধরেন। এ কারণে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) তার আইডি সরিয়ে ফেলার অনুরোধ করে টুইটারের (বর্তমান X) কাছে অভিযোগ করেছিল। তবে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে টুইটার কর্তৃপক্ষ তাঁর আইডি সচল রাখে।
 
​ প্রারম্ভিক ও ব্যক্তিগত জীবন
​রাজশাহী জেলার বাঘা উপজেলার ১নং বাজুবাঘা ইউনিয়নে জন্মগ্রহণকারী ইমরান ইমন স্থানীয় স্কুল-কলেজে পড়াশোনার পর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি ২০১৬ সালে ঠাকুরগাঁওয়ের আসমা আক্তার লাবনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা লাবনী বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন। এই দম্পতির এক কন্যা সন্তান রয়েছে।
​
সংক্ষেপে বলা যায়, শিক্ষায় ভ্যাট বিরোধী আন্দোলনের নেতৃত্ব থেকে রাষ্ট্র সংস্কারের রাজনীতিতে যুক্ত হয়ে, বহু আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক মঞ্চ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি-তে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আসীন হওয়া - ইমরান ইমন বাংলাদেশের প্রতিবাদী তরুণ রাজনীতিবিদদের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708