আপলোড সময় : ২৯-১০-২০২৩ ১০:০৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৩ ১০:০৫:৪২ অপরাহ্ন

তানোরে আম বাগানে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা


 দেলোয়ার হোসেন সোহেল তানোর:  রাজশাহীর তানোরে আম বাগানে গলায় ফাঁস দিয়ে এক কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে তানোর পৌর এলাকার গোকুল গ্রামে  গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

নিহত কৃষক মুন্ডুমালা পৌরসভার চুনিয়া পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র আনসার আলী(৫৫)। সে তানোর পৌর এলাকার গোকুল গ্রামে ঘর জামাই থেকে স্ত্রী সন্তান নিয়ে সংসার করে আসছিলো। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বেলপুকুরিয়া একটি আম বাগানের ডালে লাইলোনের রশি দারা গলায় ফাঁস দিয়ে কৃষক আনসার আলী আত্মহত্যা করেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহত আনসার আলীর পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708